imageimage

প্রিয় ভাই/বোন আসসালামু আলাইকুম প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TrickTuneBD.Com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি ।

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আজকে আমি ওয়াপকিযে যারা ওয়াপ্সাইট বানায় তাদের জন্য খুবই কার্যকর ট্রিক নিয়ে এসেছি। প্রথমে ওয়াপকিজ এ গিয়ে লগইন করুন Wapkiz.com এর পর যেই সাইটের CSS দিতে চান সেই সাইটের প্যানেলে গিয়ে CSS Theme এ যান তারপর দেখবেন কয়েকটা অপশন যেমন Edit Full CSS Import External Css আরো কিছু অপশন পাবেন কিন্তু আপনাকে যেতে হবে Import External CSS এরপর যেই সাইটের CSS বসাতে চান সেই সাইটের লিংক এর সাথে /style.css যুক্ত করে Import এ ক্লিক করতে হবে। EX:example.wapkiz.com/style.css EX2:Domain.com/style.css

Note

অবশ্যই সাইটটি ওয়াপকিজ সাইট হতে হবে।না হলে Invalid লেখা আসবে।
তো আজ এটুকুই ছিল পরের পোস্টে আরো ভালো কিছু শেয়ার করার চেষ্টা করবো।পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

তাহলে ভাই/বোন ভালো থাকুন সুস্থ থাকুন TrickTuneBD.Com এর সাথে থাকুন । আর এই সাইট যদি ভালো লাগে আপনার বন্ধুদের জানাবেন । ধন্যবাদ ।

4 thoughts on "এবার যেকোনো ওয়াপকিজ সাইটের CSS কোড বের করে আপনার সাইটে লাগিয়ে নিন কোনো ঝামেলা ছাড়াই।"

 1. AdminAdministrator says:
  খুবই সুন্দর পোস্ট। পোস্ট টা একটু বড় করলে ভালো হইতো।
  1. Zisan IslamAuthor Post Creator says:
   Ok. Bhai Next time Boro karar Chesta korbo
 2. Sajal AhmedAuthor says:
  খুব ভালো পোস্ট।আরো পোস্ট প্রত্যাশা করি
  1. Zisan IslamAuthor Post Creator says:
   Thanks Bhai

Leave a Reply