হাসান সাহেব প্রতিদিন
অফিস যাওয়ার আগে
আধঘন্টা পত্রিকা পড়েন।
এটা তার বহু দিনের
অভ্যাস। পত্রিকা পড়ার
জন্য আধঘন্টা বেশ লম্বা
সময়। শুধু বুঝতে হবে কোন
কোন খবরগুলো এড়িয়ে
যেতে হবে। যেমন
আবহাওয়ার খবর।
আগামীকাল অমুক অমুক
জায়গায় বর্জ্রসহ
বৃষ্টিপাত হতেও পারে
নাও পারে এমন ধরনের খব
পড়ে আসলে কারো কোন
লাভ হয়না। আর অনেকদিন
ধরেই এদেশে প্রচলিত
আছে, আবহাওয়া অফিস
যদি বলে আগামীকাল
বৃষ্টি হবে তো দেখা যায়
সেদিন কাঠফাটা রোদ।
গরমে রাস্তার পিচ উঠে
জুতোয় তলায় লেগে
যাচ্ছে । পত্রিকাগুলোত
এই ধরনের খবর সম্ভবত
পাতা ভরানোর জন্য
ছাপা হয়।
তবে আশার কথা হচ্ছে গত
দুই দশকে টেকনোলজির
অনেক উন্নতি হয়েছে।
বিভিন্ন গুগল ইয়াহুর মতো
বিভিন্ন ওয়েব সাইটেই
এখন আবহাওয়ার
নির্ভরযাগ্য খবর পাওয়া
যাচ্ছে। হাসান সাহেব
তার ডেস্কটপ
কম্পিউটারে উইন্ডোজ এর
একটি ওয়েদার গেজেট
ব্যবহার করেন। যতক্ষণ
কম্পিউটারের সামনে
থাকেন, প্রতি মুহর্তের
আবহাওয়ার খবর তার
চোখের সামনে থাকে।
বাইরে বের হবার
ব্যাপারে সীদ্ধান্ত
নিতে সুবিধা হয়।
সেদিন একটা ঘটনা
ঘটলো। হাসান সাহেব
তার নতুন কেনা
স্মার্টফোনটা হাতে
নিয়ে দেখলেন যে,
সেখানে
‘ওয়েদারনাও’ (WeatherNow
নামে একটা অ্যাপ আছে
যেটা দিয়ে তিনি
আঙ্গুলের এক ছোঁয়ায়
যেকান আবহাওয়া
সংক্রান্ত তথ্য পেতে
পারেন। সন্দেহ নেই খুবই
কাজের জিনিষ, তিনি
বেশ খুশী হলেন। এখন আর
আবহাওয়ার খবরের গুগল,
ইয়াহু বা ডেস্কটপ
কম্পিউটার খুলে বসে
থাকতে হবে না। দেশের
তৈরী মোবাইল অ্যাপ
দিয়েই দেশের আবহাওয়া
সম্পর্কে বিস্তারিত
জানা যাবে।
Download Link
12 months ago (April 22, 2020)
|
225 Views
|
ভালো তবে ডাউনলোড লিংক টা ঠিক করেন