How To Sloved Android System Softoware Crashimage

প্রিয় ভাই/বোন আসসালামু আলাইকুম প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TrickTuneBD.Com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি ।

তো টাইটেল দেখে হয়ত বুঝেই গেছেন আজকে আমি খুবই পরিচিত একটি এনড্রয়েড সমস্যার সমাধান নিয়ে এসেছি। তো এনড্রয়েড এর সিস্টেম সফটওয়্যার এর অনেক পরিচিত সমস্যা এপ ক্র‍্যাশ করে। তো এই সমস্যা এনড্রয়েড এর Go এডিটিশন এর বেশি হয় তাই আমার এই পোস্টটি করা।

কোন কোন সফটওয়্যার এ কাজ করবে?

এই সিস্টেমটা শুধু এনড্রয়েড এর যেই এপ গুলো আপডেট চায় সেগুলোই ক্র‍্যাশ করে বেশি আর সেই এপ গুলোই বেশি ক্র‍্যাশ করে তাই ওই এপ গুলোই ঠিক করা যাবে।

কিভাবে Update UnInstall করবেন

যাদের ফোনে এপ এর শর্ট কাট থেকে এপ ইনফো তে যাওয়া যায় তারা সে ভাবে এপ ইনফো তে যান আর যাদের ফোনে Setings>>Storage>>Apps এ গিয়ে যেতে হয় তারা সেভাবে গিয়ে যেই এপটি ক্র‍্যাশ করে সেটাতে যান। তারপর সেই এপের এপ ইনফোতে ৩ ডট মেন্যুতে ক্লিক করে Uninstall Updates এ ক্লিক করে এপটি ওপেন করে দেখুন। এরপর এপটি প্লে স্টোর থেকে আপডেট করে নিন

তাহলে ভাই/বোন ভালো থাকুন সুস্থ থাকুন TrickTuneBD.Com এর সাথে থাকুন । আর এই সাইট যদি ভালো লাগে আপনার বন্ধুদের জানাবেন । ধন্যবাদ ।

4 thoughts on "মোবাইল এর সিস্টেম সফটওয়্যার ক্রাশ করার সমস্যার সমধান নিন।"

  1. Zisan IslamAuthor Post Creator says:
   Welcome
 1. TrickTuneBDAdministrator says:
  পোস্ট বড় করার চেষ্টা করবেন। এগিয়ে যান।
 2. AdminAdministrator says:
  খুব সুন্দর পোস্ট। পোস্ট একটু বড় করলে ভালো হয়।

Leave a Reply